আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4447

বিবিধ

প্রকাশকাল: 3 এপ্রিল 2018

প্রশ্ন

আসস্লামুলাইকুম জনাব
আপনার কাছে একটা সঠিক উপদেশের জন্য আবেদন করলাম। আমি একজন এমবিবিএস ডক্টর । জনাব আমার বিবাহ ঠিক করে হয়েছে আমার কাজিন এর সাথে । যেহেতু সে লন্ডন এ থাকে, সেহেতু বিবাহের পর আমরা লন্ডনে বসবাস করব( ইনশা আল্লাহ)
আমার উচ্ছতর শিক্ষার প্রয়াস করবো। একজন মুসলিম হিসাবে নাকি নন মুসলিম দেশে বসবাসর করা ঠিক না। । আমরা কি ঐখানে স্থায়িভাবে বসবাস করতে পারব না। জনাব আমাকে কি আপনে এই ব্যাপারে উপদেশ দেবেন। আমাকে একটা ভাল উপদেশ দেইন। আমি মনে করি লন্ডন ভাল একটা মুসলিম কমিউনিটি আসে। আপনারা ভাল জানবেন উনারা কোন টাইপের মুসলিম। জনাব আপনার উত্তরের অপ্পেকায় রইলাম আপনারেই এক ভাই। কোন কিচু জানতে হলে আমাকে জিজ্ঞেস করেইন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিধর্মী দেশে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধর্মহীন হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। এমন বহু পরিবার আছে পিতা-মাতা ভালো কিন্তু সন্তানেরা ধর্মের প্রতি আগ্রহী নয়। এমনকি অনেক ক্ষেত্রে ইসলাম ত্যাগ করে মুরতাদও হয়ে যায়। অনেক সময় বিধর্মীদের বিয়ে করে আস্তে আস্তে বিধর্মী হয়ে যা। এই সব থেকে বাঁচতে বিধর্মী কোন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস না করা উচিৎ। আশা করি বুঝতে পেরেছেন।