আসসালামু আলাইকুম,
লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় লা কি এক আলিফ লম্বা করতে হবে? নাহলে কি অর্থ পরিবর্তন হবে? নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? ইমাম সূরা পাঠ করলে মুক্তাদীর বিসমিল্লাহ বলতে হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। জ্বী। লা- লম্বা করতে হবে। নতুবা অর্থহীণ হয়ে যাবে। ইমাম সাহেবকে বিসমিল্লাহ বলতে হবে, মুক্তদিদের না।