আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4440

ঈদ কুরবানী

প্রকাশকাল: 27 মার্চ 2018

প্রশ্ন

১. আস-সালামুআইকুম। আমরা যৌথ পরিবারে বসবাস করি। ৪ ভাইয়ের মধ্যে ৩ ভাই ইনকাম করি এবং 3 জনই নিজ নিজ ইনকামের উপর জাকাত প্রদান করি। কোরবানী ঈদের সময় তিনভাই মিলে কম বেশী বাবাকে টাকা পাঠাই বাবা ঐ টাকা দিয়ে বাইরে অন্যজনের সাথে শরীকে নিজের নামে কোরবানী করে। প্রশ্ন হচ্ছে এ ভাবে কোরবানী করলে আমাদের 3 ভাই-এর কোরবানী আদায় হচ্ছে কিনা? নাকি আমাদের আলাদাভাবে কোরবানী করতে হবে?
২. দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ভাইদের মধ্যে নামাজ এবং ইসলামের অন্যান্য বিষয়াদি পালনে কিছুটা উদাসীন মনোভাব দেখা যায়। উপরের প্রশ্ন অনুযায়ী যদি আমাদের উপর আলাদা আলাদা কোরবানী ওয়াজিব হয় তাহলে আমি ভাইদের সাথে শরীকে না গিয়ে ব্যাক্তিগতভাবে কোরবানী করি আর এতে ভাইদের মনে কষ্ট আসে ও পরিবারের মধ্যে অসন্তোষ দেখা দেয় তাহলে আমি কি গুনাহগার হবো? নাকি উনরা ইসলামের হুকুম আহকাম পালনের বিষয়ে গাফেল থাকলেও তাদের সাথে কোরবানী করা যাবে?
প্রশ্নে উত্তর পেলে কৃতজ্ঞ থাকবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাদের ৩ ভাইকে আলাদা আলাদা কুরবানী করতে হবে। অর্থাৎ গরু কোরবানী দিলে গরুর তিন ভাগ নিতে হবে আর ছাগল হলে তিনটি ছাগল কুরবানী করতে হবে। আপনার পিতার টাকা পয়সা থাকলে তাকে আলাদা কুরবানী দিতে হবে। ২। আপনার ভায়েরা ইসলামের হুকুম আহকাম পালনের বিষয়ে গাফেল থাকলেও তাদের সাথে কোরবানী করতে কোন সমস্যা নেই। বরাং পারিবারিক বন্ধন অটুট রাখতে সবাই একসাথে একই পশুতে কুরবানী করা ভাল।