আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4434

বিবাহ-তালাক

প্রকাশকাল: 21 মার্চ 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম
আমার একটি সমস্যার জন্য ইসলামী শরীয়াহ মোতাবেক আপনার সাজেশন আশা করছি। আমার প্রায় আড়াই বছরের প্রেমের সম্পর্ক আছে এক মেয়ের সাথে। এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা হিদায়াত দান করেছেন আমাদের তাই সামনের দিনের পাপ এবং গুনাহ থেকে নিজেদের বাঁচাতে আমরা বিয়ে করতে চাই। আমাদের পরিবারেও আমরা সে কথা জানিয়েছি। আমরা দুজনই মাস্টার্সে পড়ি এবং আমি এখনও কোন চাকরি পাইনি। আমরা চাই যে যার বাসায় থাকব শুধুমাত্র সম্পর্কটাকে হালাল বানাতে বিয়ে করতে চাচ্ছি। দুজনের বাসাতেই সম্পর্ক নিয়ে তারা রাজি কিন্তু আমার যেহেতু কোন চাকরি নেই এখন তাই বিয়ে দিতে তারা রাজি নয়। তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি আমরা যে শুধুমাত্র সম্পর্কটাকে হালাল বানাতেই বিয়ে করতে চাই আর কিছু না। আমরা যার যার বাসাতেই থাকব। কিন্তু দুজনের পরিবারেই সম্পর্ক নিয়ে সমস্যা নেই কিন্তু এখনই বিয়ে দিতে তারা রাজি না। এখন আমার প্রশ্ন হল আমরা যদি গুনাহ থেকে বাঁচতে নিজেরাই বিয়ে করে ফেলি তাহলে এই বিয়ে কি বৈধ হবে? মেয়ের বাবা নেই তাই তার বড় ভাইকেই আমরা জানিয়েছি কিন্তু সে সম্পর্ক রাখতে বলছে কিন্তু এখনই বিয়েতে অনুমতি দিচ্ছে না। এই অবস্থায় কি করা উচিত আমাদের? আর নিজেরা বিয়ে করতে পারবো কি?
উত্তর জানালে কৃতজ্ঞ হব।

উত্তর

উত্তম: ওয়া আলাইকুমুস সালাম। অধিকাংশ ফকীহ ও আলেমের মতে মেয়ের অভিভাবকের অনুমিত ছাড়া কোন মেয়ের বিবাহ জায়েজ হবে না। বর্তমানে মেয়েটির বড় ভাই তার অভিভাবক। আমার পরামর্শ হলো সম্পর্কটা আপাতত স্থগিত রাখুন, পরিপূর্ণ স্থগিত। অভিভাবকদের পক্ষ থেকে বিয়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আর ছেলে-মেয়ের বয়স একই হলে এবং এই ধরণের সম্পর্কের বিয়ের শেষ ফলাফল অধিকাংশ ক্ষেত্রে ভালো হয় না। সুতরাং ভালো করে চিন্তা করুন।