আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4431

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 মার্চ 2018

প্রশ্ন

আস সালামু আলাইকুম
আমরা একটা জমি কিনার আগে এস্তেখারা করেছিলাম। আমাদের টার্গেট ছিল বাড়ি করব। এস্তেখারা করে মনে হয়েছিল জমি কিনে বাড়ি টা করা ভাল হবে। কিন্তু এই জমি কেনার পর থেকে এখন প্রায় ১ বছর যাবত বাড়ি তৈরি করে বসবাস করছ। কিন্তু এত এত ঝামেলা আর বিপদে আমর খুব অতিষ্ট। পারিবারিক,অর্থনৈতিক, সামাজিক,ধর্মীয় বিভিন্ন দিকে আমরা কষ্টে আছি। তাহলে আমাদের এস্তেখারা পজেটিভ মনে হয়েছিল কেন?আমাদের কি করনীয় এখন? আমরা সত্য ই কষ্টে আছি। এত ঝামেলা বিপদ আর ভাল লাগছেনা। আল্লাহ আর কত পরীক্ষা করবেন আমাদের!আমরা যে অসহায় হয়ে গেছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসে তো কোথাও নেই, ইস্তেখারা করে পজেটিভ, নেগেটিভ নির্ধারণ করতে হবে। ইস্তেখারা করতে হয়ে আল্লাহর পক্ষ থেকে কল্যান লাভ করার জন্য। সুতরাং ইস্তেখারা করে পজেটিভ- নেগেটিভ নির্ধারণ করা সুন্নাহ সমর্থিত নয়। কুরআনে আল্লাহ তায়ালা বিভিন্ন জায়গাতে বলেছেন, মূমিনরা পরীক্ষার সম্মুখীন হবে। একেবার ঝামেলামুক্ত জীবন পার হওয়া মূমিনের লক্ষন নয়। সুতরাং ইস্তেখারা নিয়ে চিন্তা না করে সমস্য সমাধানের পথ বের করুন। প্রয়োজনে এই বাড়ি বিক্রয় করে অন্য কোথাও বাড়ি করুন।