আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4425

যাকাত

প্রকাশকাল: 12 মার্চ 2018

প্রশ্ন

আমি জানি যে জমির উপর যাকাত নাই। কিন্তু আমার বাবা তার জমি বিক্রি করেছেন ১.৫ বছর এর মত হবে। তা থেকে প্রাপ্ত অর্থ ব্যাংকে গচ্ছিত রেখেছেন। এখন আমার প্রশ্নটি হল আমার বাবার জমি বিক্রির গচ্ছিত টাকার উপর কি যাকাত আছে কি?আশা করি উত্তর দিয়ে কৃতজ্ঞ করবেন।

উত্তর

জ্বী, আপনার বাবার জমি বিক্রির গচ্ছিত টাকার উপর যাকাত ফরজ। সেই টাকার যাকাত আদায় করতে হবে প্রতি এক বছর পর পর।