আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4423

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 মার্চ 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। দয়া করে বিস্তারিত বিবরণ সহ উত্তর দিয়ে সহায়তা করবেন। রাস্তায় চলাচলের পথে কোনো কুকুর যদি শরীরের সাথে লেগে যায় অথবা শরীরের কাপড়ে সাথে যদি কুকুর মুখ লাগায় । ওই জামা কাপড় পরে কি সালাত আদায় করা যাবে, নাকি পরিবর্তন করতে হবে। অথবা অজু করে সালাত আদায় করলে কোন সমস্যা হবে হবে কি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুকুরের শরীর যদি শুকনা থাকে তাহলে কোন সমস্যা নেই, আর যদি ভিজা থাকে তাহলে যে জায়গাতে কুকুরের শরীর লেগেছে সেই অংশটুকু ধুয়ে ফেলবেন, কারন কুকুরের শরীরে নাপাকি থাকার সম্ভবনা বেশী। কুুকুরের মুখ লাগানো জায়গাটুকু ধুয়ে সালাত আদায় করবেন। কুকুর শরীর বা কাপড়রে সাথে স্পর্শ করলে ওযু নষ্ট হয় না।