আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4420

যাকাত

প্রকাশকাল: 7 মার্চ 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। দয়া করে জানাবেন,
১/ আমার স্ত্রীর ৫ ভরি স্বর্ন ও নগদ ৫০,০০০ টাকা আছে।আমার নগদ ১ লাখ টাকা আছে। i) তাহলে কি শুধু ১ লাখের যাকাত হবে? নাকি ii) ৫ ভরি বিক্রয়মূল্য পরিমান টাকা + ৫০,০০০ + ১ লাখ টাকা মিলিয়ে মোটের উপর যাকাত হবে? নাকি iii) ৫০,০০০ + ১ লাখ মিলিয়ে যাকাত হবে?
২/ কোন একটি হোটেলে আমার শেয়ার আছে, যেটার মাসিক লভ্যাংশ আমি পাবো, সেটা কি যাকাতযোগ্য?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যাকাতের ক্ষেত্রে স্বামী-স্ত্রী সম্পদ আলদা হিসাব করতে হবে। দুই জনের সম্পদ একসাথে হিসাব করা যাবে না। ৫ ভরি স্বর্নের সাথে নগদ টাকা থাকার কারনে আপনার স্ত্রীর উপর যাকাত ফরজ। তার যাকাত তাকেই আদায় করতে হবে। আপনি স্বামী হিসেবে অনুগ্রহ করে তার যাকাত আদায় করতে পারেন, তবে আপনার উপর তার যাকাত আদায় করা ফরজ নয়। ২। আপনার নিজের ১ লাখ টাকা থাকার কারণে আপনিও যাকাত দিবেন।আর হোটেলের লভ্যাংশের উপর যাকাত ফরজ। হোটেলের কোন যাকাত দিতে হবে না।