আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4418

হালাল হারাম

প্রকাশকাল: 5 মার্চ 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরি বৈধ কি না আর এ ধরনের চাকরিতে বেতনের একটা নির্দিষ্ট অংশ প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয় এবং একজন কর্মচারীর অবসরগ্রহণের পর তার উক্ত কেটে রাখা সমুদয় টাকা এবং তার উপরে সুদ যোগ করে কর্মচারিকে পেনশন হিসেবে প্রদান করা হয়। সরকারি চাকরিতে উক্ত সুদ গ্রহণ করা বা না করার দুটো সুযোগই কর্মচারীর আছে। এখন আমার প্রশ্ন হলো প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা হালাল নাকি হারাম? অনুগ্রহ করে দলিলসহ জানালে ভীষণ উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রভিডেন্ট ফান্ডের টাকা সরকার বাধ্যতামূলকভবে রেখে দেয়। ইচ্ছা করলেও টাকার মূল মালিকের সেটা নেয়ার উপায় নেই।যখন সেই টাকা ব্যবহারের সুযোগ নেই তখন সেটা তার মালিকানায় নেই বলে ধর্তব্য হবে। সুতরাং সেই টাকার সুদের ভার চাকুরীজীবির উপর বর্তাবে না। চাকুরী শেষে সরকার যত টাকা দিবে পুরো টাকার অধিকারী চাকুরীজীবি হবে, তার জন্য সুদ হিসেবে গণ্য হবে না।