আস সালামুআলাইকুম
আজ থেকে প্রায় সাত বছর আগে একটা মেয়েকে ভালোবাসতাম পরিবার আমাদের কে মেনে নিবে না বলে আমরা বিয়ে করে ফেলি পরিবার কে না জানায়, কিন্তু তখন আমরা কলেজ এ পড়ি তাই বিয়ের বিষয়টি এক ভাই কে জানাই সে সাহায্য করে, সে আমাদের একটা রেস্টুরেন্ট এ নিয়ে যায় 50 টাকার সাদা স্টাম্প এ সহই নেন আর কবুল বলান, বলে তোমাদের বিয়ে হয়ে গেছে । আর ঐ স্টাম্প এডভোকেট দিয়ে নোটারি করে কাবিন আকারে কিছু দিনের মধ্যেই দিয়ে দিবে বলে (10/15 দিন এর মধ্যে দিয়ে দেয়) । কিন্তু আমরা কোনো কাজী দ্বারা রেজিস্টার করে বিয়ে করি নাই। ঐ দিন এর পর থেকে আমরা যে যার বাড়িতে থাকি, কিন্তু 2 মাস পর মেয়ের বাড়ি থেকে বিয়ের ব্যাপারে জেনে যায় এবং ওকে অনেক চাপ দেয় তালাক দেয়ার জন্য, পরে বাধ্য হয়ে মেয়ে সহই করে (তালাক দেয়)। এখন আমার প্রশ্ন হলো: Q1. আমাদের কি তখন বিয়ে হয়েছিল ইসলামের শরিয়া মতে? যদি হয় তাহলে তালাক হয়েছে কিনা?
(যেহেতু তালাক মেয়ে দিয়েছে, আমি আপনার ভিডিওতে শুনেছিলাম মেয়ে নাকি তালাক দিতে পারে না, আর আমাদের স্টাম্প এ ও তালাক দেয়ার কথা ছিল না, ওর পরিবার ওকে মতের বিরুদ্ধে দেওয়াইছে )
আর আমি এখন তাকে বিয়ে করতে চাই, সে ক্ষেত্রে করনিও কি?
মেহেরবানি করে উত্তর দেন, অনেক দিন ধরে ঘুরতেছি প্রশ্ন নিয়ে । ভালো থাকবেন, আল্লাহ্ হাফেজ।