আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4410

হালাল হারাম

প্রকাশকাল: 25 ফেব্রু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম । আমি মোঃ আব্দুল জলিল ( নজরুল ) ব্রাজিল থেকে।আমার প্রশ্ন হলো কোন খ্রিস্টান যদি মুরগী জবাই করে তাহলে ঐ মুরগীর গোশত খাওয়া কি হালাল হবে? আর কোন মুসলিম যদি ইচ্ছাকৃত বিসিমল্লাহ না বলে আর নিয়মিত নামায আদায় না করে এমতাবস্থায় মুরগী জবাই করে তাহলে ঐ মুরগীর গোশত খাওয়া কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুসলিমের জবেহ করাটা খেলে আশা করি সমস্যা হবে না, কিন্তু এখনকার খৃষ্টানদের জবেহ করা কোন প্রানী খাওয়ার দরকার নেই।