আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4404

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 ফেব্রু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি একজন ভার্সিটি পড়ুয়া ছাত্র। আমি একজনকে পছন্দ করি। সে জানে না। কিন্তু ইসলামে প্রেম করা হারাম তাই আমি কোন রিলেশানশিপে যাবো না। তার প্রয়োজনীয় কাজে আমি তাকে সাহায্য করি। আল্লাহর রহমতে নিজেকে সম্পূর্ণভাবে সংযত রাখার চেষ্টা করি। সেও আল্লাহ রহমতে সম্পূর্ণরূপে ইসলামিক নিয়মে পর্দা করে। প্রয়োজন ব্যতীরেকে কথাবার্তাও না বলার চেষ্টা করি। রিলেশানশিপ বলা যাবে না। একটা ইসলামিক বইয়ে লেখা পড়ছিলাম এরকম, আল্লাহর বিধান মেনে নিজেকে একটিবার পরিবর্তন করেই দেখুন না! যে নন-মাহরাম তাকে সাফ জানিয়ে দিন তার আর আল্লাহর মাঝে আপনি সবসময় আল্লাহকেই বেছে নিবেন। তাকে আরও জানিয়ে দিন, কেবল আল্লাহর জন্যই আপনি আজ থেকে তার সাথে সমস্ত সম্পর্কের ইতি টেনে দিলেন। দেখবেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সবকিছু কত সহজ করে দিবেন। লিখাটা পড়ার পর নিজেকে আরও দূরে সরিয়ে আনার চেষ্টা করতেছি কিন্তু পছন্দের বিষয়টি এখনো তাকে জানাই নি। এখন আমার প্রশ্নটি হচ্ছে আমি কি আল্লাহ সুবহানাহু তায়ালার কাছে তার জন্য দোয়া করতে পারবো? আল্লাহ তায়ালা যেন আমাদেরকে এক করে দেন। এই টাইপ কোন দোয়া করতে পারবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক তার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করুন। আপনি যখন বিয়ে করতে চাইবেন বা আপনার বিবাহের সময় হবে তখন দুআ করবেন যে, আল্লাহ যেন একজন দ্বীনদার মেয়ের ব্যবস্থা করে দেন। এখন কোন দুআ করার দরকার নেই। শয়তান আপনাকে নেক সুরতে ধোকা দেয়ার চেষ্ট করছে। আপনি ধোকায় পড়বেন না, এই মেয়ে নিয়ে কোন চিন্তা করার অর্থই হলো শয়তানে ফাঁদে পা দেয়া।