আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4401

জাদু-টোনা

প্রকাশকাল: 16 ফেব্রু. 2018

প্রশ্ন

কেউ যদি কোন সময় জাদু-টোনার জন্য কোন জাদুকর অথবা এই জাতীয় ফকিরের (কবিরাজ যারা সম্ভবত কুফরী-কালাম করে ঝাড়ফুঁক করে) কাছে যায় এবং পরে বুঝতে পারে তার উক্ত কাজটি শরীয়াহ সম্মত নয় বরং ঈমান চলে যায় ও মারাত্মক কবীরাহ গোনাহ। এখন প্রশ্ন হল উক্ত ব্যক্তি যদি তার এহেন কাজের জন্য আল্লাহর কাছে তওবা করে তাহলে কি তার তওবা কবুল করে আল্লাহ তাকে মাফ করবেন?

উত্তর

জ্বী, পাপ যত বড়ই হোক পাপী যদি খাঁটি মনে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যক্তিকেও আল্লাহ নিশ্চয় ক্ষমা করে দিবেন।