আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 440

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 এপ্রিল 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমাদের বাপ চাচাদের পরিবার অনেক বড়, আমার বাবা তার ভাইদের সাহায্যের জন্য একটা ঠিকাদারি ব্যাবসা শুরু করেছিলেন, আমার এক চাচা সেখানে বিভিন্ন দূর্নীতি করছে, গ্রাহক এবং কর্মচারীদের কাছ থেকে চাঁদাবাজি, টাকা দিয়ে চাকরি দেওয়া, টাকা না দিলে হুমকি দেওয়া । আমার বাবা খুব নরম দিল, আমার চাচু বয়সে অনেক ছোট হয়েও আব্বুর কোন কথা শুনে না। চাচু ছোটবেলা থেকেই আমাদের সাথে ছিল, আমার সব চাচুর মধ্যে সেই আমার সবচেয়ে প্রিয় ছিল, এখন তার এমন কাজকর্ম দেখে খুব কষ্ট লাগে, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি । নিজের ভাই বলে আব্বু তার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নিতে পারছে না, আবার অন্যায় সহ্যও করতে পারছে না ।কঠোর হলে আরও বিগড়ে যেতে পারে, আবার নরম করে বোঝালেও বুঝে না, পাত্তাই দেয় না, আবার মাঝে মাঝে কান্নাকাটি করে মাফ চায় । এই পরিস্থিতিতে আমাদের একটা উপদেশ দেন হুজুর । আমরা পরিবারের সবাই খুব মানসিক কষ্টে আছি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হারাম থেকে বাঁচার জন্য আপনাদের ব্যবসা পৃথক করুন। আপনার চাচা এ সকল হারাম কর্মের মাধ্যমে যা উপার্জন করছেন তা ভয়ঙ্কর হারাম। আপনাদের ন্যূনতম দায়িত্ব নিজেদের সম্পদকে হারাম থেকে বিচ্ছিন্ন করা।