আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4399

রোজা

প্রকাশকাল: 14 ফেব্রু. 2018

প্রশ্ন

আমরা যারা জাহাজে চাকরি করি চাকরির সুবাদে অনেক অমুসলিম দেশে যাওয়া হয়। এসব দেশে প্রয়োজনে প্যাকেটজাত মুরগি,গরু,ছাগলের মাংস নেয়া হয় যা যবাইয়ে আল্লাহর নাম নেয়া হয় কিনা আমাদের জানার কোন উপায় নাই এবং এসব না খেয়ে থাকারও কোন উপায় নেই। করনীয় কি হবে? জাযাকাল্লাহ

উত্তর

যতদূর জানি এখন এসব প্যাকেটে হালাল লেখা থাকে। যদি হালাল লেখা থাকে তাহলে জায়েজ হবে।আর যদি কিছু লেখা না থাকে এবং আর অন্য কোন ব্যবস্থা না থাকে তাহলে আশা করি হালাল পশু-পাখির গোশত হালাল হবে।