আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4389

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 4 ফেব্রু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১.স্বপ্নদোষের পরে কাপড় পাল্টিয়ে অন্য আরেকটি কাপড় পরে ঘুমালে পরের কাপড়টি নাপাক হবে কিনা?
২.গোসলের পূর্বে নাপাক কাপড় পাল্টিয়ে নতুন কাপড় পরে গোসল করলে সেটার বিধান কি?নাপাকির মত করেই ধুতে হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পরের কাপড়টিতে যদি কোন নাপাক না লাগ তাহলে নাপাক হবে না। ২। যদি নতুন কাপড়টিতে নাপক লাগে তাহলে নাপাকের মত ধুতে হবে। আর যদি নাপাক না লাগে তাহলে নাপাকির মত ধুতে হবে না।