আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4384

তারাবীহ

প্রকাশকাল: 30 জানু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম
কিরাত লম্বা করার জন্য একই সুরা থেকে যদি বিভিন্ন অংশ পড়া হয় তাহলে প্রতি অংশের শুরুতে বিসমিল্লাহ…….রাহিম কি পড়তে হবে?ষেমন সুরা বাকারা এর প্রথমে কিছু অংশ মাঝ খান থেকে কিছু অংশ এবং শেষের অংশ পড়লাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।শুরুতে একবার বিসমিল্লাহ পড়লেই হবে। বারবার পড়তে হবে না।