আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4378

বিবিধ

প্রকাশকাল: 24 জানু. 2018

প্রশ্ন

আমার প্রসাব করতেই ১০-১৫ মিনিট লাগে। প্রসাবের পর লজ্জাস্থান ধোঁয়ার নিয়ম কি। হাত দিয়ে ধরে ধোঁয়া যাবে?তখন কি ঐ হাত নাপাক হয়ে যাবে?ওটা আলাদাভাবে আবার ধোঁয়া লাগবে?
পানি দিতেই থাকি আমি। এরপর বের হওয়ার সময় পায়ের অনেক উপর পর্যন্ত ৩-৫ বার ধুঁতে থাকি। প্লিজ হেল্প করুন আমাকে। ওয়াক্ত দেরি হয়ে যায় এসব করতে করত।

উত্তর

লজ্জা স্থান হাত দিয়ে ধোয়ার সাথে সাথে লজ্জাস্থানের সাথে হাতও পবিত্র হয়ে যায়। লজ্জাস্থান ধোয়ার পর হাত আলাদা ধোয়ার দরকার নেই। তাছাড়া আপনি তো পরে ওযু করবেনই। সুতরাং লজ্জাস্থান ধোয়ার পর হাত নতুন করে ধোয়ার কোন দরকার নেই।