আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4376

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 জানু. 2018

প্রশ্ন

আস্সালামু আলাইকুম… আমার পরিবারের সদস্য ৫ জন। আমরা ঢাকাই থাকি এবং ২৮ চাউল খাই। সেই হিসাবে আমাদের পরিবারের জন্য ফিতরা হয় ১৫ কেজি চাউল। আমরা গ্রামে থাকার সময় স্বর্ণ চাউল খাই যার মুল্য ২৮ চাউল এর চেয়ে একটু কম। আমি যদি ১৫ কেজি ২৮ চাউল এর পরিবর্তে ২০ কেজি স্বর্ণ চাউল দিই তাহলে ফিতরা আদায় হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি ২০ কেজি চাউল দিলে আপনাদের ফিতরা আদায় হবে।