আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 437

বিবিধ

প্রকাশকাল: 11 এপ্রিল 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম হুজুর, আমার প্রশ্ন হল : ১. আমি এরকম ছোট ছোট আমাল বা দুয়া সম্পর্কে জানতে চাঁই যা করলে সকল কাজে আল্লাহর রহমত পাব?
২. আমি কুরাআন ভালভাবে পড়তে পারি না।যতটুকু পারি ততটুকু দিয়ে প্রতিদিন পড়ি ও ইন্টারনেট থেকে কুরআন শুনে কিছু কিছু মুখস্ত করার চেষ্টা করি ও সেই মুখস্ত অংশ দিয়ে নামায পড়ি — এতে কি কোন সমস্য আছে?
৩. এরকম কয়েকটা সূরার কথা বলবেন কি যা পড়লে বা শুনলে বিশেষ ফযিলত পাব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রহমত ও ফজিলতের ছোট-বড় দুআ ও জিকিরের জন্য পড়ন আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত রাহে বেলায়াত বইটি। ৬৫৬ পৃষ্ঠা এই বইটিতে আছে ২৫০টিরও বেশী দুআ, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান তথ্য ও প্রাত্যহিক জীবনে অতীব প্রয়োজনীও অনেক মাসআলার সমহার। কুরআন শিখে সালাতের ভিরত পড়লে কোন সমস্যা নেই। তবে কুরআন ভালভাবে শেখার জন্য একজন শিক্ষকের সাহায্য নিতে হবে। একাকী কুরআন সহীহভাবে শেখা যায় না। তদ্রুপ ইন্টারনেটের মাধ্যমেও ভালভাবে শিখতে পারবেন বলে আদৌ মনে হয় না।