আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4365

বিবাহ-তালাক

প্রকাশকাল: 11 জানু. 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমার বিবাহের দেনমোহর ধার্যের সময় আমি উপস্থিত ছিলাম না আমাকে ফোন করে বলা হয়েছে দেনমোহর ধার্য করা হয়েছে দেরলক্ষ টাকা যার একলক্ষ টাকা নগদ আদায় এবং পঞ্চাশ হাজার টাকা অনাদায় আমি রাজি হলাম। দুমাস পরে বিবাহ অনুষ্ঠানে আমি স্বাক্ষর দেবার সময় লেখা দেখি পঞ্চাশ হাজার নগদ আদায় একলক্ষ অনাদায় কাজি সাহেবকে প্রশ্ন করলে তিনি বললেন সমস্যা নেই। প্রশ্ন হলো এখান আমি কত টাকা দেনমোহর পরিশোধ করবো? উল্লেখ বিবাহের সময় একলক্ষ টাকার উপরে কহনা দিছিলাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি মোট দেড় লাখ টাকা দেন মোহর দিবেন। নগদ-বাকী কোন সমস্যা নয়।গহনা যদি দেন মোহর হিসেবে দেন তাহলে দেন মোহর হিসেবে গণ্য হবে। অন্যথায় নয়।