আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4363

সালাত

প্রকাশকাল: 9 জানু. 2018

প্রশ্ন

মসজিদ খোলা কিন্তু নামজ বাসায় আদায় করছি ভাইরাসের সনক্রমন হওয়ার ভয়ে আর আমাদের এলাকার মানুষ যে যার ইচ্ছা মত চলে-ফেরা করে এবং সচেতন নয় আর আমাদের এলাকার পাশের এলাকাতে ২০০+ কভিড রোগী আছে সরকার আমাদের এলাকাকে লাল জোন দিয়েছে| আমি বাসায় নামাজ আদায় করছি এক্ষেত্রে আমি গুনাগার কিনা? টেনশনে আছি জানাবেন প্লিস|

উত্তর

সতর্কতার সাথে মসজিদে যাওয়ায় উত্তম মনে হয। তবে এ অবস্থায় বাসায় নামাজ আদায় করলেও আশা করি সমস্যা হবে না।