আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4361

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 জানু. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। । । আমর বাবা একটি দোকান করে ডেকোরেশন করে নাপিত দের কাছে ভাড়া দিবে এই শর্তে যে দিনে প্রতি চেয়ার 300 টাকা করে। । আমার প্রশ্ন হচ্ছে নাপিত তো দাড়ি চুল কেটে টাকা নেবে। । । ওখান থেকে আমাদের টাকা দিবে। । । এই টাকা কি আমাদের জন্য হালাল হবে। । । (আমি শুনেছি দাড়ি কেটে টাকা কমানো হারাম) । । । আমি একটা নিয়ে ব্রিভান্ত হয়ে আছি। । । আমাকে এই বিষয়টা ক্লেয়ার করবেন প্লিজ। ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। আপনি যদিও সরাসরি হারাম কাজে লিপ্ত নন, কিন্তু পাপের কাজে সহযোগিত করছেন নি:সন্দেহে। তাই অন্য কোন কাজে ভাড়া দিন।