আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4351

বিবাহ-তালাক

প্রকাশকাল: 28 ডিসে. 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম শায়েখ আমার একটি প্রশ্ন ছিল। আমরা জানি, এক বা দুই তালাকের পর স্ত্রী এর ইদ্দতকাল শেষের পুর্বেই স্বামী যদি স্ত্রীকে ফেরত না নেয় তাহলে স্বামী-স্ত্রী এর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, অর্থাৎ তারা আর স্বামী-স্ত্রী থাকেনা। এই অবস্থায় তারা আবার একত্রিত হতে চাইলে পুনরায় বিবাহের প্রয়োজন হয়। কিন্তু এইরকম এক তালাক ও স্ত্রী এর ইদ্দতকাল শেষে, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর, স্ত্রী যদি অন্য কোনো স্বামী (দ্বিতীয় স্বামী) গ্রহন না করে এবং পুর্বের স্বামীর সাথেও বিবাহ না করে, অর্থাৎ সম্পুর্ন বিবাহ বিচ্ছেদ অবস্থায় থাকে। এই অবস্থায় তার সাবেক স্বামী (প্রথম স্বামী) তাকে আবার দ্বিতী্য ও তৃতীয় তালাক দেয়, তবে এই দ্বিতীয় ও তৃতীয় তালাক পতিত হবে কি? অথবা, যদি শুধু দ্বিতীয় তালাক দেয় তাহলে এই তালাক পতিত হবে কি? যেহেতু তারা এখন আর স্বামী স্ত্রী নেই, তাই এইধরনের তালাক পতিত হওয়া বা না হওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন। জাজাকাল্লাহু খইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ইদ্দত শেষে হওয়ার পর বিবাহ বিচ্ছেদ চুড়ান্ত হওয়ার পর সাবেক স্বামী তালাক দিলে সেই তালাক পতিত হবে না। কারণ ঐ মহিলা তো তখন তার স্ত্রী নয়। আর স্ত্রী বাদে অন্য কাউকে তালাক দিলে তো আর তালাক পতিত হবে না।