আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4342

আদব আখলাক

প্রকাশকাল: 19 ডিসে. 2017

প্রশ্ন

আমি জানতে পেরেছি যে কোনো মানুষের গায়ে পা লাগলে, সেই লোক যদি খারাপ মনে না করে, তাহলে গুনাহ হবে না। আরবে কাউর গায়ে পা লাগলে অসম্মান মনে করে না। কিন্তু আমি যদি কোনো জিনিসপত্রে যেমন বইখাতায় পা লাগাই তাহলে কি গুনাহ হবে? কিংবা কুরআনে পা লাগলে কি অসম্মান করা হবে? এবং আমার কি সালাম করতে হবে?

উত্তর

ইচ্ছাকৃত বইখাতায়, মানুষের গায়ে, কুরআন শরীফে পা লাগানো অবশ্যেই অসম্মানের কাজ, বেয়াদবী কাজ। তবে অগোচরে যদি লেগে যায় তাহলে স্থানীয় প্রথা অনুযায়ী (যদি সেটা শরীয়ত বিরোধী না হয়) দু:খ প্রকাশ করতে হবে। আরবে করে না কিন্তু আমাদের দেশে করে, আমাদের দেশে দু:খ প্রকাশ করতে হবে।