১.রুকু ও সেজদার তাসবীহ কি শুধুই বেজোড় সংখ্যা পড়তে হবে? জোড় সংখ্যা পড়লে কি নামাজ সহীহ হবে?
২. রুকু সেজদার তাসবিহ, সুবহানা রব্বিয়াল আলা ও সুবহানা রব্বিয়াল আজিম সহ হাদিসে বর্নিত একাধিক রুকু, সেজদার তাসবিহ কি পড়া যাবে?
উত্তর
না, জোড় সংখ্যা পড়লে কোন সমস্যা নেই, নামায সহীহ হবে। ২। হ্যাঁ, একাধিক তাসবিহ রুকু, সাজদাতে পড়া যাবে।