আসসালামু আলাইকুম, আমি কানাডা থাকি। আমার দুটা বাড়ী আছে। একটাতে আমি থাকি পরিবার নিতে আর অন্যটা ভাড়া দিয়েছি। দুইটা বাড়ী ইকিছু টাকা আমি দিয়েছি আর অধিকাংশ টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি। এখন আমি যত তারাতারি সম্ভব শোধ করার চেষ্টাকরছি। আমার জন্য কী ভাড়া বাড়ীর ভাড়া খাওয়া কী এটা হালাল? আর যদি ভাড়া বাড়ীর বিক্রি করে অন্য বাড়ী কিছু টাকাপরিশোধ করে দেই তাহলে কি জায়েজ হবে?