আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4327

হালাল হারাম

প্রকাশকাল: 4 ডিসে. 2017

প্রশ্ন

শায়েখ আমরা জানি যে ইসলামে মেয়েদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ। কিন্তু বর্তমানে আমরা যে তেল ব্যবহার করে থাকি এগুলোর বেশিরভাগ তেলই সুগন্ধিযুক্ত। এক্ষেত্রে কুরআন সুন্নাহর আলোকে এই সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা যাবে কিনা বা কেমন ধরনের তেল মেয়েদের ব্যবহার করা উচিত। ধন্যবাদ

উত্তর

মহিলারা সুগন্ধী ব্যবহার করে বাড়ির বাইরে তথা নন-মাহরাম লোকদের আশে পাশে যেতে পারবে না। বাড়ির ভিতরে মাহরাম পুরুষদের কাছে সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ জায়েজ, এবং ক্ষেত্র বিশেষে খুব প্রয়োজনীও বটে। আর সুগন্ধি মুক্ত তেলও বাজারে পর্যাপ্ত পাওয়া যায়, সুতরাংবাইরে বের হলে সুগন্ধি মুক্ত তেল ব্যবহা করবে।