আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4323

সালাত

প্রকাশকাল: 30 নভে. 2017

প্রশ্ন

আমরা জানি রাসূলের নাম শুনলে স. বলতে হয়…..
আযানের জবাব দেবার সময় পড়া লাগেনা সেটা জানি…কিন্তু আজানের জবাব দেয়া শেষ হবার পরেও আশেপাশের আরো অনেকগুলা মসজিদ থেকে রাসূলের নাম আসতেই থাকে.এখন তো আমি আজানের জবাব দিচ্ছিনা…তাহলে এখন কি দূরুদ পড়তে হবে নাকি পড়া যাবেনা? আর নামাজে দাঁড়ালে যখন ইকামত শুরু হয় তখন কী স. পড়বো?

উত্তর

আজান ও ইকামতের সময় মুয়াজ্জিন যা বলবে আপনিও তাই বলবেন। আপনাদের মহল্লার মসজিদে আজান শেষ হওয়ার পর অন্য মসজিদের আযান শুনলেও মুয়াজ্জিন যা বলে তাই বলবেন। আর উত্তর দিতে মন না চাইলে চুপ থাকবেন। দরুদ পড়া লাগবে না।