আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4321

হালাল হারাম

প্রকাশকাল: 28 নভে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার নিম্নের ২টি প্রশ্নের উত্তর দিলে উপকৃত হতাম। ১। আমার এক নিকট আত্মীয় আমাকে একটা ফ্রিজ উপহার দিয়েছে । কিন্তু আমি জানি তিনি যে টাকা দিয়ে কিনে দিছে সেটা ব্যাংক থেকে প্রাপ্ত সুদের টাকা। যেহেতু আমাকে উপহার টা গ্রহন করতে হয়েছে কুরআন ও সুন্নাহ এর আলোকে এই উপহারটার গ্রহণ যোগ্যতা সম্পর্কে জানতে চাচ্ছি । ২। নিকট আত্মীয়ের সুদের সাথে সম্পর্ক থাকলে তার বাসায় কি মেহমান হিসেবে থাকা কিনবা খাবার খওয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, ঐ ফ্রীজ আপনি গ্রহণ করতে পারবেন না। হারাম টাকার কোন উপহার বা খাদ্যসামগ্রী আপনি গ্রহন করতে পারবেন না। ২। যদি তার অধিকাংশ আয় সুদ তথা হারাম হয় তাহলে তার বাড়িতে থাকা-খাওয়া যাবে না। একান্ত বাধ্য হলে ভিন্ন কথা।