আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 432

বিবিধ

প্রকাশকাল: 6 এপ্রিল 2007

প্রশ্ন

আসছালামু আঁলাইকুম ওয়া রহমাতুল্লাহ । আমার গ্রামের বাড়ীতে 40/50 বছর আগের প্রতিষ্ঠা করা মসজিদ।মসজিদ সংলগ্ন মাঠে ২০০০ সাল থেকে ঈদের নামাজ পড়ি।নামাজের সময় মসজিদ (আংশিক) পিছনে পড়ে। যদি আমরা মসজিদটাকে ৬ থেকে ৮ হাত পশ্চিমে পিছিয়ে নেই। তাহলে সব সুন্দর হয়।এরি ধারা বাহিকতায় সাদা কাগজে ছবি এঁকে স্যারের সাথে পরামর্শ করি। স্যার বলেছিলেন ফিকহি বিষয়ে একটু ঝামেলা আছে, তবে করা যাবে। বর্তমানে স্থানান্তরিত (নির্মানাধীন) মসজিদএর বেড়ার কাজ চলছে এবং আশা আছে স্যারকে দিয়ে উদ্বোধন করার। বর্তমানে অনলাইনে দেখছি বা শুনছি মসজিদ স্থানান্তর করা জায়েজ নাই। যেহেতু জায়েজ নাজায়েজ এর প্রশ্ন। সেহেতু আমার প্রশ্ন হলো আমাদের কাজটি কতটুকু ঠিক? আর এ ব্যাপারে আমার ভুমিকাটা ছিল একটু বেশী। তাই নিজেকে অপরাধি মনে হচ্ছে। আশা করি জলদি উত্তর দানে বাধিত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্যার তো বলেছেনই এই বিষয়ে একটু ঝামিলা আছে অর্থাৎ এখানে মত দুইটি। জায়েজ এবং না জায়েজ। স্যার যেহেতু বলেছেন সমস্যা নেই তাই অন্য কোন দিকে কান দেয়ার দরকার নেই। তবে যদি স্থানান্তরিত না করলে তেমন কোন সমস্যা না হয় তাহলে না করার মধ্যেই অধিক সতর্কতা। (এ্যাডমিন)