আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4309

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 নভে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার নাম আবিদ হাসান। আমি জানতে চাই ফরজ নামাজের ভেতর সেজদায় গিয়ে বাংলায় অথবা আরবিতে দোয়া করা যাবে কি? নাকি দোয়া করা যাবেই না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পুরুষ মানুষ ফরজ নামায আদায় করবে মসজিদে ইমামের পিছনে। ইমামের পিছনে নামায পড়লে তো সাজাদার তাসীহ ছাড়া কোন দুআ করার সময় পাওয়ার কথা না। তবে সময় পেলে সাজদাতে কুরআন ও হাদীসে বর্ণিত দুআ আরবীতে করা যাবে।