আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4306

হালাল হারাম

প্রকাশকাল: 13 নভে. 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমি । একটা বিষয় নিয়ে খুব চিন্তিত যার জন্য ক্যারিয়ার নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারছি না । দয়া করে উত্তরটা দিবেন। আমি যদি কোন কোম্পানিতে চাকরি করি যেখানে বিভিন্ন হালাল ব্যবসার জন্য ওয়েবসাইট বানানো হয়। কিন্তু ওয়েবসাইটে মেয়েদের ছবি ব্যবহার করে। কিন্তু আমার কাজ শুধু কোডিং করা ছবি অন্য কেউ যুক্ত করবে । সেক্ষেত্রে এমন কোম্পানিতে চাকরি থেকে প্রাপ্ত অর্থ কি হালাল। আর যদি আমি কোন সুপার শপ বা রেস্টুরেন্টের জন্য সফটওয়্যার তৈরী করি। সফটওয়্যার এ কোন হারাম জিনিস থাকবে না৷ যা দিয়ে বিল বা হিসাব নিকাশ করা হবে। সেক্ষত্রে শপ বা রেস্টুরেন্টে যদি হালালের সাথে কিছু হারাম পন্যও থাকে (কি পন্য থাকবে তা হয়ত নিশ্চিতভাবে জানা সম্ভব না)সেক্ষত্রে সফটওয়্যার বানিয়ে পারিশ্রমিক নেওয়া কি জায়েজ হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গোনাহের কাজে সহযোগিতা করতে কুরআনে নিষেধ করা হয়েছে। সুতরাং যে ওয়েবসাইটে মেয়েদের ছবি ব্যবহার করবে সেখানে আপনি কোন কাজ করবেন না। সুপার শপের সফওয়্যার তৈরী করলে সমস্যা নেই, যদি তাতে হারাম কিছু না থাকে।