আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4299

অর্থনৈতিক

প্রকাশকাল: 6 নভে. 2017

প্রশ্ন

১.বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক হওয়ার জন্য এইখানে চাকরি কি হালাল হবে? যেহেতু এখানে রাষ্ট্রীয় কোষাগারের কাজ করা হয়ে থাকে?
২. ইসলামি ব্যাংকে সুদ ব্যতিত শুধু টাকা জমা রাখার ক্ষেত্রে জায়েয হবে কি?

উত্তর

যদি চাকুরী এমন হয় যে, হারাম কাজ করতে হয়। যেমন, সুদ লেখা, সাক্ষী থাকা তাহলে সেই কাজ বা চাকুরী করা জায়েজ হবে না। শরীয়াহ অনুযায়ী চলে এমন যে কোন ইসলামী ব্যাংকে আপনি টাকা রাখতে পারবেন, লাভও নিতে পারবেন। আর যদি পরিপূর্ণ শরীয়াহ অনুযায়ী চলে এমন ব্যাংক না পাওয়া যায় তাহলে সুদ ভিত্তিক ব্যাংক বা আংশিক শরীয়াহ মানে এমন ব্যাংকে টাকা রাখলে আশা করি গুনাহ হবে না । কারণ টাকার নিরাপত্তার স্বার্থে এটা প্রয়োজন।