আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4297

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 নভে. 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম, স্বামীর সমস্যার কারনে বাচ্চা না হলে টেস্ট টিউব বেবী চিকিৎসায় বাচ্চা নেওয়া জায়েজ কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বামীর সমস্যা যদি এভাবে সমাধান হয় যে, স্বামী ও স্ত্রীর বীর্জ স্ত্রীর জরায়ুতে স্থাপন করলে বাচ্চা হবে তাহলে শুধুমাত্র এই পদ্ধতিতেই টেস্ট টিউব জায়েজ। অন্য কোন পদ্ধতিতে জায়েজ নেই। যেমন, স্ত্রী বাদে অন্য কারো জরায়ুতে স্বামীর বীর্জ স্থাপন, স্বামী বাদে অন্য কারো বীর্জ স্ত্রীর জরায়ুতে স্থাপন, এগুলো জায়েজ নেই।