আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4287

শিরক-বিদআত

প্রকাশকাল: 25 অক্টো. 2017

প্রশ্ন

শাইখের কাছে আমার প্রশ্ন_
অনেকদিন যাবত আমি ভাবতেছি কিন্তু সে রকম কোনো মাধ্যম পাইনি প্রশ্নটা শেয়ার করার জন্য। আমি প্রায়ই দেখি ওয়াজ, প্রশ্ন-উত্তর,জবাব ইত্যাদি বিভিন্ন প্রকার ইসলামীক বয়ান যেগুলো YouTube, Facebook ইত্যাদি Social Media গুলোতে আপলোড হচ্ছে তার উপরে Thumbnail হিসেবে বিভিন্ন প্রকার হারাম,বেপর্দা নারী,এমনকি কুফরির ছবিও দেওয়া হচ্ছে। যা আমাদের ইসলামকে অত্যন্ত বাজে ভাবে ছোট করছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে কোনো বিষয়ের গুরুত্বতা মানুষকে বুঝানোর জন্য এইসব হারাম ফেতনা ইসলামে কতটুকু যৌক্তিক?

উত্তর

কোন কিছু গুরুত্ব বুঝানোর জন্য কোন অশ্লীল ছবি বা ইসলামের নিষিদ্ধ ছবি ব্যবহারের কোন অনুমতি ইসলাম দেয় না। ছবি না দিয়েও গুরুত্ব বুঝানো যায়। নিষিদ্ধ ছবি ব্যবহার করে গুরুত্ব বুঝানোর দরকার নেই।