আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4269

বিচার আচার

প্রকাশকাল: 7 অক্টো. 2017

প্রশ্ন

আস্সালামু আলাইকুম, ছোট ৩ বছরের বাচ্চাকে যদি কোনো বয়স্ক লোক যৌন নির্যাতন করে তাহলে ইসলামে এর শাস্তির বিধান কি? ছোট বাচ্চাটি বড় হলে সে কি কোনো প্রতিশোধ নিতে পারবে? কি ধরণের প্রতিশোধ নেয়া যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামের বিধান তো খুব স্পষ্ট। ঐ লোকটি বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে। অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত করতে হবে। বিচার নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। শাস্তি বা বিচারের বিষয়টি রাষ্ট্রের দায়িত্বে। সুতরাং বাচ্চাটি বড় হলে নিজ থেকে প্রতিষোধ নিতে পারবে না। মামলা করে আইনের আশ্রয় নিতে পারে।