আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুরা আল আনয়ামের 101 নং আয়াতের শেষ দিকে বলা আছে যে, আল্লহ্ সবকিছু সৃষ্টি করেছেন। আর তিনি সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ (অর্থাৎ তাঁর জ্ঞানের বাইরে কিছুই নাই বা সবই তাঁঁর জ্ঞানের অন্তর্ভুক্ত)। তাহলে নিশ্চয় আল্লহর সৃৃৃষ্টির বাইরে কিছুুুই নাই। কারণ আল্লহ্ সবকিছু সৃৃষ্টি করেছেন। তাহলে আল্লহও সৃষ্টির মধ্যে পড়ে। কিন্তু আমরা জানি আল্লহ্ সৃষ্ট নন। এখন আমার প্রশ্ন হল এই যে, তাহলে ক্বুল্লি শাইয়িন (সবকিছু) শব্দের সঠিক অর্থ কী? সবই কী ক্বুুুুল্লি শাইয়িন এর অন্তর্ভুক্ত নাকি কিছু অন্তর্ভুক্ত আর কিছু অন্তর্ভুক্ত না? কোনগুলো ক্বুল্লি শাইয়িন এর অন্তর্ভুক্ত এবং কোনগুলো ক্বুল্লি শাইয়িন এর অন্তর্ভুক্ত না সে সম্পর্কেও বলুুুন ।