আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4253

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 সেপ্টে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকু, আমি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার রোজা রাখার নিয়ত করেছি আর তা গত দুই সপ্তাহ যাবত করছি,আমি যতটুকু জনি প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত এক্ষেত্রে আমি যদি শুধু একদিন মানে বৃহস্পতিবার রোজা রাখি তাতে কি কোন গুনাহ বা কোন শরীঅতের দিক দিয়ে কোন সমস্যা আাছে কিনা, বৃহস্পতিবার আমার আর আমার ছেলের জন্ম দিন আর নবীর সুন্নত এই দুই দিক বিচার করে আমি নিয়ত করেছি রোজা রাখা। জবাব দিলে উপকৃত হবো, আল্লাহ পাক আমাদের সকল কে হেদায়েত দান করুন। আমিন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার আর আপনার ছেলের জন্মদিনের দিকে লক্ষ্য রেখে কোন রোজা রাখবেন না। বরং রাসূলুল্লাহ সা. বৃহস্পতিবার রাখতে বলেছেন বা তিনি রেখেছেন সেই হিসাবে বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। কোন ব্যক্তির নিজের জন্মদিনে রোজা রাখা তার জন্য কল্যানকর এটা ভাবা যাবে না।