আসসালামু আলাইকু, আমি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার রোজা রাখার নিয়ত করেছি আর তা গত দুই সপ্তাহ যাবত করছি,আমি যতটুকু জনি প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত এক্ষেত্রে আমি যদি শুধু একদিন মানে বৃহস্পতিবার রোজা রাখি তাতে কি কোন গুনাহ বা কোন শরীঅতের দিক দিয়ে কোন সমস্যা আাছে কিনা, বৃহস্পতিবার আমার আর আমার ছেলের জন্ম দিন আর নবীর সুন্নত এই দুই দিক বিচার করে আমি নিয়ত করেছি রোজা রাখা। জবাব দিলে উপকৃত হবো, আল্লাহ পাক আমাদের সকল কে হেদায়েত দান করুন। আমিন