আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4248

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 সেপ্টে. 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শাইখ,আমি একজন সেনা সদস্য আমি আল্লাহ তাআলা দ্বীন কে পরিপূর্ণ ভাবে মেনে চলতে চাই, কিন্তু চাকুরী জন্য অনেক সময় পারি না,এখানে নামাজের তেমন সুযোগ দেওয়া হয় না এমনকি ব্যস্ততার কারণে নামাজ সময় মতো ও জামাতে আদায় করতে পারি না পাশা পাশি হাটুর উপড়ে আফ প্যান্ট পড়ে ব্যাম করা লাগে, প্রত্যেক দিন দাড়ি শেভ করা লাগে এবং অনেক বেদআত কাজ করা লাগে। শাইখ আমি মন থেকে দ্বীন পালন করতে পারি না এক্ষেত্র আমার কি করণিয় চাকুরী ছেড়ে দেওয়া ঠিক হবে আমি একান্ত ভাবে আপনার কাছে জানতে চাচ্ছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বিনয়ের সাথে বলুন। যদি সমস্যা সমাধান করা যায় তাহলে তো ভালো। অন্যথায় যে চাকুরী করলে হারাম কাজে বাধ্য হতে হয়, ফরজ ইবাদতগুলো যথাযথ আদায় করা যায় না সেই চাকুরী করা যাবে না। আল্লাহর দুনিয়ায় কাজের অভাব নেই, আল্লাহকে ভয় করলে অবশ্যই আল্লাহ তায়ালা সম্মানজনক রিযিকের ব্যবস্থা করে দিবেন।