আসসালামু আলাইকুম,
আমি বাংলাদেশে ইউনিভার্সিটিতে থাকাকালে আমার এক খ্রিষ্টান মেয়ে বন্ধুর সাথে পরিচয় হয়। পরে উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে গেলে সেও যায়। সেখানে থাকা অবস্থায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে, পরে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, কিন্তু সেটা আমার ফ্যামিলি এবং তার ফ্যামিলি কেউই জানেনা। আমাদের বিয়ের বয়স দীর্ঘ পাঁচ বছর। গত বছর যখন সে দেশে আসে তখন তার ফ্যামিলি জোর করে তাকে একটা খ্রিস্টান ছেলের সাথে বিয়ে দিয়ে দে। পরিস্থিতির কারণে সবকিছু মেনে নিতে হয়, যদিও সে জানে যে এটা অনেক বড় পাপ। এখন সে আবার আমার কাছে ফিরে আসতে চায়। সে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে চায়। এ ক্ষেত্রে ইসলামের বিধান কি দয়া করে বললে খুবই উপকৃত হব। যেহেতু সে বলছে সে পরিপূর্ণভাবে ইসলামে মেনে চলতে চায় সেজন্য তার একটা ইসলামী পরিবেশ দরকার, যেটা সে তার পরিবারের সাথে থাকলে সম্ভব না। আর আমি যদি তাকে গ্রহণ না করি এক্ষেত্রে আমার কোন গুনাহ হবে কিনা?
জাযাকাল্লাহু খাইর।