০১.নামাজের ওয়াক্ত হয়ে গেলে আযানের আগেই কি সুন্নাত নামাজ পর নেওয়া যাবে?
০২. মাগরিবের ওয়াক্ত যেহেতু খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য বিরাজমান থাকে তাই তখন মসজিদে প্রবেশ করে কি তাহিয়্যাতুল মসজিদ নামাজ আদায় করা যাবে (যেহেতু তখন বা তার আগে নামাজের নিষিদ্ধ সময় বিদ্যমান থেকে যায়)?