আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 423

নামায

প্রকাশকাল: 28 মার্চ 2007

প্রশ্ন

মুহতারামঃ আসসালামু আলাইকুম। ১. ফযরের ওয়াক্তে এমন সময় ঘুম থেকে উঠেছি যে ওযু করতে করতে সময় মাত্র শেষ হয়েছে। এখন আমি কি সাথে সাথেই ফযরের সালাত আদায় করব, নাকি ২৩ মিনিট আপেক্ষা করে সালাত আদায় করব? ২. সাহু সিজদা করার সঠিক পদ্ধাতি হাদিসের আলোকে জানতে চাই। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান কারুক। আমিন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি সূর্য পুরোপুরি উদিত হওয়া পর্যন্ত অর্থাৎ ২৩ মিনিট অপেক্ষা করবেন। সাহু সিজদা সালামের আগে, পরে যে কোন সময় দেয়া যায়। অর্থাৎ তাশাহুদু, দরুদ ও দুআ মাসূরা পড়ে সাহু সিজদা করে সালাম ফিরানো অথবা তাশাহুদু পড়ে কিংবা তাশাহুদুর সাথে দরুরদ ও দুআ মাসূরা পড়ে সালাম ফিরিয়ে সাহু সিজদা করে আবার পূনরায় সবগুলো পড়ে সালাম ফিরানো।সহীহ হাদীসে উভয় পদ্ধতিই আছে। আমাদের সমাজে সালামের পরে সাহু সিজদা দেয়া হয়, এটা সহীহ হাদীস সম্মত।দেখুন, জামে তিরমিযী, হাদীস নং ৩৬৫ও ৩৯৫।