আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4220

বিবিধ

প্রকাশকাল: 19 আগস্ট 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
ছোট বাচ্চারা আমার নিকট ভীষণ প্রিয়। আমি জেনেছিলাম ইসলামে প্রয়োজন ব্যতিত ছবি তুলা নিষেধ (আল্লাহ উত্তম জানেন)
এখন ফেসবুকে কিছু পেজে বাবুদের ছবি আপলোড করে, আমি মাঝেমধ্যে ঐগুলা শেয়ার করি, তাহলে কি গুনাহ হবে? আর আমার কোন ইনকাম নেই, মা বাবা হাত খরচা দিলে ওখান থেকে আমি কিছু টাকা জমাই। ঐ জমানো টাকা থেকে যদি মাঝে মধ্যে এতিমখানার বাচ্চাদের খরচ করি তাহলে কি আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে?
আর আমি নতুন প্রেক্টিসিং মুসলিমাহ। অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছি যেগুলা একজন আলেম থেকে জানারও সুযোগ নেই। অনলাইনে আপনাদের মাধ্যমে জানার সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অযথা ফেসবুইকে ছবি পোস্ট করা না করা ভালো। উক্ত টাকা থেকে আপনি এতিম বাচ্চাদের দিতে পারবেন।