আসসালামুআলাইকু, আমার কুরআন নিয়ে মাঝে মাঝে মনে প্রশ্ন আসে। কুরআনে বিভিন্ন বৈজ্ঞানিক আয়াত যেমন বিগব্যাং,পানি চক্র সহ আরো অনেক কিছু সম্পর্কে বলা হয়েছে। কিন্তু পৃথিবিতে মানুষ এসেছে কোটিকোটি বছর আগে। হতে পারে যে আগেকার মানুষেরা অনেক জ্ঞানী ছিল,তারা হয়ত কুরআনের এসব বিজ্ঞান সম্পর্কে জানত, হয়ত তাদের কোন বই ছিল বিজ্ঞান বিষয়ে, যেমন সুরা গাফিরের ৮২ নম্বর আয়াতে এ তাদের কথা বলা হয়েছে। নবি যেহেতু নিরক্ষর ছিল,সুতরাং হয়ত অন্য কেউ আগেকার মানুষদের লিখিত বই থেকে বিজ্ঞান বিষয়ক আয়াত গুলো জেনে কুরআনে লিখে রেখেছে। এই বিষয়ে আমাকে দয়া করে জানাবেন। আর কুরআনকে এভাবে যাচাই করলে কি আমার কোন প্রকার গুণাহ হচ্ছে?