আসসালামু আলাইকুম, করোনা পরিস্থিতিতে অনেকেই জামাতে সালাত আদায় করার সময় দুই ব্যক্তির মাঝে এক মিটার বা তার বেশি দূরত্ব রাখছেন, ইসলামিক বিধি বিধান অনুযায়ী কি এটা করা যায়? উত্তর না হলে কী হবে? ( মাকরূহ, বিদাআত ইত্যাদি)।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। স্বাভাবিক পরিস্থিতিতে এভাবে ফাঁকা হয়ে সালাত আদায় করা যাবে না। তবে জরুরী পরিস্থিতিতে যেমন করোনা মহামারিতে এটা জায়েজ হবে। কারণ এই রোগ থেকে নিরাপদ থাকার জন্য শারীরিক দূরত্ব বজায় রাখার কথা স্বাস্থ্যবিজ্ঞান বলছে। যেমন যুদ্ধের সময় বিশেষ নিয়মে সালাত আদায়ের কথা হাদীসে আছে, স্বাভাবিক সময়ে সেটা জায়েজ নেই।