১. প্রতি মাসেই ১৩, ১৪, ১৫ তারিখ আইয়ামে বীজ রোজা থাকে। এখন আমি যদি শাওয়াল মাসের ছয় রোজা করি, আর তা যদি এই তিন দিনের মাঝে পরে যায় তাহলে আমার কোন রোজা হবে? উদাহরণ স্বরুপ: আমি ১০তারিখ থেকে শুরু করেছি। এখন এই তিন দিন বাদ দিয়ে কি আমার ছয়টা রোজা রাখতে হবে? নাকি ১৩, ১৪, ১৫ তারিখ ছয়টা রোজার নিয়ত করলেই হবে?
২. আর মেয়েদের সমস্যার কারনে তাদের ফরয রোজা বাকি থেকে যায়। সে শাওয়াল এর ছয় রোজা রাখতে চায়। সে দেড়িতে শুরু করার কারনে সে মাসের ১৩ তারিখ এ এসে পরে। এমতাাবস্থায় এই তিন দিন ১৩,১৪, ১৫ তে কি তার ফরয রোজা রাখতে পারবে? নাকি তা আইয়ামে বীজ হিসেবে গন্য হবে?