আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4203

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 আগস্ট 2017

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, আমি একটি মেয়ের সাথে অনেক বছর প্রেম করেছি এবং তখন প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে করার। অতঃপর আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়ে দুজনই আল্লাহর রাস্তায় ফিরে আসি এবং বিয়ের জন্য পরিবারের কাছে দুজনই সম্মতি চাই। এক্ষেত্রে মেয়ের পরিবার সম্পূর্ণ রূপে এবং আমার পরিবারের বাবা রাজি হয় কিন্তু মা রাজি হননি। এই অবস্থায় আমি যদি মেয়েটিকে বিবাহ না করি সে ক্ষেত্রে আমি কি আমার অতীত প্রতিজ্ঞা করার জন্য এবং মেয়ের পরিবারের জানাজানি হওয়ায় মেয়ে মনে যে কষ্ট পেল তার জন্য গোনাহগার হব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অবৈধ সম্পর্কের সময় করা প্রতিজ্ঞার কোন দাম নেই। যদি উভয় পরিবার ভালো মনে করে বিবাহ দিতে পারেন।