আমি একটি মেয়েকে ভালোবাসতাম। গত বছর মার্চ মাসে মেয়েটির বিয়ে হয়ে যায়। তবে ওর বিয়ে হয়ে যাওয়ার পরেও ওর সাথে আমার সব সময় যোগাযোগ ছিল। বর্তমানে ওদের ডিভোর্স হয়ে গিয়েছে। এখন মেয়েটি তার পূর্ণ ইদ্দতকালীন সময় অতিক্রম করার পরে আমি তাকে বিয়ে করতে চাই। আমি আমার মায়ের কাছে মেয়েটিকে বিয়ে করার জন্য আর্জি পেশ করেছি এবং আমার মা তাতে সায় দিয়েছেন। কিন্তু ও যে তালাকপ্রাপ্তা এই কথাটি আমি আমার মায়ের কাছে গোপন রেখেছি। কারণ এই কথাটি শুনলে আমার পরিবার হয়তো মেয়েটির সাথে আমাকে বিয়ে দিতে রাজি হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, উভয়পক্ষের কল্যাণের উদ্দেশ্যে মেয়েটি তালাকপ্রাপ্তা এই কথাটি গোপন রেখে বিবাহের কাবিন নামায় বৈবাহিক পরিচিতির জায়গায় মেয়েটি অবিবাহিত লিখে ওর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলে, আমাদের বিয়ে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে হালাল বা বৈধ হবে কিনা?