আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4198

হালাল হারাম

প্রকাশকাল: 28 জুলাই 2017

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ আর্মিতে মেজর পদে চাকরি করা কি হালাল? হারাম যদি হয়,তবে এখান থেকে প্রাপ্ত বেতনও কি হারাম হবে? কারণ দেখাবেন দয়া করে। এছাড়া আর্মির কোন কোন পদে চাকরি করা হালাল হতে পারে?
জাযাকাল্লাহ খইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশ আর্মিতে মেজর পদে চাকুরি করা জায়েজ। কাজটা যদি হালাল হয় তাহলে যে কোন সরকারী চাকুরী জায়েজ। তার থেকে প্রাপ্ত বেতন হালাল।